আজকের পত্রিকাআপনি দেখছেন ১৬-০২-২০২০ তারিখে পত্রিকা

সিরাজগঞ্জে ক্লাসের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সিরাজগঞ্জ প্রতিনিধি
| দেশ

সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। শনিবার শিক্ষার্থীরা সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কে প্রায় আধা ঘণ্টাব্যাপী অবরোধ করে বিক্ষোভ করেন। শিক্ষার্থীরা জানান, প্রতিষ্ঠানের শিক্ষকদের চলা কর্মবিরতির কারণে দীর্ঘদিন ধরে দ্বিতীয় শিফটের ক্লাস বন্ধ রয়েছে। এতে পড়াশোনা ব্যাহত হচ্ছে। এজন্য তারা শিক্ষকদের প্রতি নিয়মিত ক্লাসের দাবি জানান। এদিকে শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে বেতন-ভাতা বন্ধ থাকায় তারা কর্মবিরতি পালন করছেন। পরে শিক্ষকদের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়।