আজকের পত্রিকাআপনি দেখছেন ১৬-০২-২০২০ তারিখে পত্রিকা

ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে পন্ড

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
| দেশ

পিরোজপুরের কাউখালীতে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে নবম শ্রেণির এক ছাত্রী বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে। জানা যায়, শনিবার সকালে উপজেলার মাগুরা গ্রামের ইমাম হোসেনের মেয়ে ও পূর্ব আমড়াজুড়ী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীর পার্শ্ববর্তী ঝালকাঠি উপজেলায় এক যুবকের সঙ্গে বিয়ের আয়োজন করা হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখা ছাত্রীর বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন। পরে ইউএনও ওই ছাত্রীকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ের ক্লাসে বসিয়ে দেন। পরে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাল্যবিয়ের কুফল সম্পর্কে অবহিত করেন।