আজকের পত্রিকাআপনি দেখছেন ১৬-০২-২০২০ তারিখে পত্রিকা

খাগড়াছড়িতে পিসিজেএসএসের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

খাগড়াছড়ি প্রতিনিধি
| দেশ

খাগড়াছড়িতে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১২তম জাতীয় সম্মেলন। এ উপলক্ষে শনিবার সকালে জেলা সদরের চেঙ্গী স্কোয়ারস্থ সংগঠনের প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার প্রতিকৃতির সামনে থেকে র‌্যালি বের করা হয়। পরে সেখানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এমএন লারমার ১২তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলনে কেন্দ্রীয় সহসভাপতি বিমল কান্তি চাকমার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাতিন্দ্র লাল চাকমা প্লে ও কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি হেমব্রত কার্বারী প্রমুখ।