বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-জাসদের শেরপুর জেলা শাখার দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে জেলা জাসদের আয়োজনে সভাপতি মনিরুজ্জামান লিটনের সভাপতিত্বে শহরের পৌর টাউন হল মিলনায়তনে এ কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও কেন্দ্রীয় জাসদের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন, সহ-সম্পাদক সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু প্রমুখ। পরে মনিরুজ্জামান লিটনকে সভাপতি এবং আবুল হোসেন আবুকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। এ সময় কেন্দ্রীয় ও ময়মনসিংহ বিভাগ এবং বিভিন্ন উপজেলার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।