আজকের পত্রিকাআপনি দেখছেন ১৬-০২-২০২০ তারিখে পত্রিকা

কালিয়াকৈরে স্কুলছাত্রী অপহরণ : আটক ১

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
| দেশ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকা থেকে আদিবাসী এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার দুপুরে একজনকে আটক করেছে পুলিশ। সে স্থানীয় এস এম কিন্ডারগার্টেনের অষ্টম শ্রেণির ছাত্রী। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার কুন্দাঘাটা এলাকার মৃত লাল মিয়ার ছেলে শওকত হোসেন দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে কুপ্রস্তাবসহ উত্ত্যক্ত করে আসছিল। শুক্রবার রাতে শওকত হোসেন তার সহযোগী জিয়ারুল ইসলাম আরও দুই থেকে তিনজন ওই ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। কালিয়াকৈর থানার উপপরিদর্শক মাজহারুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি।