আজকের পত্রিকাআপনি দেখছেন ১৬-০২-২০২০ তারিখে পত্রিকা

চৌহালীতে দায়িত্বে অবহেলায় ১২ শিক্ষক বহিষ্কার

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
| দেশ

সিরাজগঞ্জের চৌহালীতে দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলার দায়ে ১২ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। শনিবার এনায়েতপুর ফাজিল সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালীন হল পরিদর্শকের দায়িত্বপ্রাপ্ত ১০ শিক্ষক নিজ দায়িত্ব যথাযথভাবে পালন না করে পরীক্ষার্থীদের অনৈতিক সুবিধা দেয়ার পাঁয়তারা করেন। এছাড়া খাস কাউলিয়া সিদ্দিকিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে আগ শিমুলিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মুহাম্মদ আবদুল কাদের ও কাদের আলীকেও একই অভিযোগে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।