আজকের পত্রিকাআপনি দেখছেন ১৬-০২-২০২০ তারিখে পত্রিকা

ময়মনসিংহে শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন

ময়মনসিংহ প্রতিনিধি
| দেশ

ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। শুক্রবার বিকালে নগরীর কাচারিঘাট বালুর মাঠে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও সিটি মেয়র ইকরামুল হক টিটু। উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিনুল হক শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মনিরা সুলতানা এমপি, জেলা প্রশাসক মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুলসহ অন্যরা। মেলায় ১০০ স্টল রয়েছে।