আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিরাজগঞ্জে সাত দিনব্যাপী অমর একুশে গ্রন্থমেলা শুরু হয়েছে। প্রায় ৫০টি স্টলে প্যাভিলিয়ন ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। শনিবার সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় গ্রন্থমেলার উদ্বোধন করেন স্থানীয় এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। সিরাজগঞ্জ সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর টিএম সোহেলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, শহর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।