আজকের পত্রিকাআপনি দেখছেন ১৬-০২-২০২০ তারিখে পত্রিকা

চাঁদপুরে রেলপথে জনসচেতনতামূলক প্রচার অভিযান

চাঁদপুর প্রতিনিধি
| দেশ

চাঁদপুরের জেলা প্রশাসক মাজেদুল রহমান খানের নির্দেশে জেলা প্রশাসন ও রেলওয়ের যৌথ উদ্যোগে রেলপথে দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতামূলক ভ্রাম্যমাণ প্রচার অভিযান পরিচালিত হয়েছে। শনিবার সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। চাঁদপুর বড় স্টেশন থেকে চাঁদপুর কোর্টস্টেশন পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় ও চাঁদপুর কোর্টস্টেশন থেকে শাহাতলী পর্যন্ত পাঁচ মিলোমিটার এলাকায় এ প্রচার অভিযানের নেতৃত্বে ছিলেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন সজিব। এ অভিযানের সহযোগিতায় ছিলেন চাঁদপুর স্টেশন মাস্টার জাফর আলম, সহকারী স্টেশন মাস্টার শোয়েবুল শিকদার। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন চাঁদপুর রেলওয়ে থানার ওসি সারওয়ার আলমের পক্ষে উপপরিদর্শক মো. রাশেদ ও মাহমুদ, রেলওয়ে নিরাপত্তা ইনচার্জ (ভারপ্রাপ্ত) খোরশেদ আলমসহ রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা সদস্যরা। অভিযানে চাঁদপুরের তিনটি স্টেশন এলাকার রেললাইনের ওপর বসে থাকা, রেললাইনের ওপর হেডফোন কানে দিয়ে হাঁটা, গান শোনা, লাইনে বসে আড্ডা মারা, ট্রেনে ইটপাথর নিক্ষেপ না করা, লাইনের ওপর ও পাশে মালামাল না রাখা, অবৈধভাবে দোকান না বসানো ও রেললাইনের ওপর বসে মাদক সেবন না করাসহ বিভিন্ন অপরাধমূলক কাজ থেকে বিরত থাকার জন্য হ্যান্ড মাইকিং করা হয়। এ ব্যাপারে চাঁদপুর স্টেশন মাস্টার জাফর আলম বলেন, পরপর চাঁদপুরে রেলপথে দুটি দুর্ঘটনা ঘটে যাওয়ায় কারণে আমরা জেলা প্রশাসনের নির্দেশে এ অভিযান পরিচালনা করি। আমাদের সঙ্গে এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন সজিব। এছাড়া জনগণকে প্রথমবারের মতো সতর্ক করে দেওয়া হয়।