আজকের পত্রিকাআপনি দেখছেন ১৬-০২-২০২০ তারিখে পত্রিকা

বিদ্যুৎস্পৃষ্টে নববিবাহিতসহ দুই যুবকের মৃত্যু

আলোকিত ডেস্ক
| দেশ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে নববিবাহিত এবং ফরিদপুরের বোয়ালমারীতে যুবকের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
কোটচাঁদপুর : ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পাশপাতিলা গ্রামে শুক্রবার সন্ধ্যায় বাসার পানির মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে আ. হাশেম নামে নববিবাহিত এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পাশপাতিলা গ্রামের আ. মান্নানের একমাত্র ছেলে। নিজ বাড়ির পানির মোটরে মেইন লাইন থেকে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে আ. হাশেম বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শুক্রবার রাতেই তাক পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বন্ডপাশা আদর্শ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সোহেল শেখ শনিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। সে শেখর ইউনিয়নের বামনগাতি গ্রামের মৃত আলেম শেখের ছেলে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। জানা যায়, সোহেল শেখ বামনগাতি মাঠে ইরি ধানের ব্লকের মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। থানার ওসি মো. সহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় সোহেল শেখের মা দোলেনা বেগম বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা করেছেন।