টেকনিক্যাল স্কেল ও পদমর্যাদার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি করে শেরপুর ও মুন্সীগঞ্জের লৌহজংয়ে স্বাস্থ্য কর্মীরা হাম-রুবেলা প্রশিক্ষণ বর্জনের ঘোষণা দিয়েছেন। ২০ ফেব্রুয়ারির মধ্যে দাবি আদায় না হলে ২২ ফেব্রুয়ারি থেকে ইপিআইসহ সব কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন তারা। প্রতিনিধিদের পাঠানো খবর-
শেরপুর : হাম-রুবেলা টিকা ও সব প্রশিক্ষণ বর্জনের ঘোষণা দিয়েছেন শেরপুরের স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীরা। এতে ২৯ ফেব্রুয়ারি সারা দেশে হাম-রুবেলার টিকা প্রদান অনিশ্চিত হয়ে পড়েছে। শনিবার জেলা সিভিল সার্জন অফিসের সামনে স্বাস্থ্য কর্মীরা কর্মবিরতি পালন করেন। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন শেরপুর জেলা শাখা সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক, জোবাইদুল হক, সদর উপজেলা সভাপতি গোলাম কিবরিয়া, মনিটরিং সেলের রানাসহ অনেকেই।
লৌহজং : মুন্সীগঞ্জের লৌহজংয়ে স্বাস্থ্য কর্মীরা শনিবার হাম ও রুবেলা ক্যাম্পেইনের প্রশিক্ষণ বর্জন করার ঘোষণা দিয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলার স্বাস্থ্য পরিদর্শক সমিতি ও স্বাস্থ্য সহকারী সমিতি যৌথভাবে এ ঘোষণা দেয়। এ সময় পরিদর্শক সমিতির পক্ষে লিখিত বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক সমিতির লৌহজং শাখা সভাপতি হাসেম আবু বকর মো. ছিদ্দিক দেওয়ান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও স্বাস্থ্য সহকারী সমিতির লৌহজং শাখা সভাপতি আজিজুল হক। স্বাস্থ্য কর্মীদের কর্মবিরতির বিষয়ে লৌহজং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীম আহম্মেদ বলেন, এখনও হাতে সময় আছে। আশা করি, নির্ধারিত সময়ের মধ্যে একটি সুষ্ঠু সমাধান হবে।