বিশেষ অভিযানে রংপুরে ইয়াবাসহ ১৬ জন, সিরাজগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী, নারায়ণগঞ্জের আড়াইহাজারে হত্যা মামলার পলাতক আসামি এবং ময়মনসিংহের ভালুকায় ৯ জুয়াড়িকে আটক করেছে র্যাব ও পুলিশ। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
রংপুর : রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) শুক্রবার রাতে ছয়টি ইয়াবা উদ্ধার এবং পরোয়ানাভুক্তসহ ১৬ আসামিকে গ্রেপ্তার করেছে।
আরপিএমপি সহকারী পুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) আলতাফ হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মাহিগঞ্জ থানা পুলিশ থানার ৩০নং ওয়ার্ডের নাছনিয়া মৌজাস্থ রেলগেট এলাকা থেকে ছয়টি ইয়াবাহ আসামি রাশেদুল ইসলামসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৬ আসামিকে গ্রেপ্তার করেছে।
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ-হাটিকুমরুল রোড গোলচত্বর এলাকায় অবস্থানরত একটি ট্রাকে অভিযান চালিয়ে ৬৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলেনÑ রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়মহাজিদপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে রাসেল মিয়া ও কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর গ্রামের বয়তুল্লার ছেলে মমিনুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের আটক করা হয়।
আড়াইহাজার : নারায়ণগঞ্জের আড়াইহাজারে শনিবার আবদুল্লাহ নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি স্থানীয় কালাপাহাড়িয়া ইউপির ইজারকান্দী এলাকার মৃত রহমত আলীর ছেলে। ২০১২ সালে রব মিয়া নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় থানায় একটি মামলা করা হয়।
ভালুকা : ময়মনসিংহের ভালুকা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে আটক করেছে। শুক্রবার রাতে উপজেলার জামিরদিয়া খলারমোড় কফিল উদ্দিনের বাড়ি থেকে জুয়া খেলা অবস্থায় উপজেলার জামিরদিয়া গ্রামের মহিউদ্দিন, জামিরাপাড়া গ্রামের আজিজুল হক, জালাল, কফিল উদ্দিন, হাবিবুর, কামরুল, মনোহরপুর গ্রামের সাইদুল ইসলাম, ফুলবাড়িয়া উপজেলার পাটলী গ্রামের শকিল মিয়া ও গফরগাঁও উপজেলার খাওরা মুকন্দ গ্রামের আমিনুল ইসলামকে আটক করা হয়।