সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বনদস্যুদের দাবিকৃত মুক্তিপণের ২ লাখ টাকা পরিশোধ করার পর তিন দিন কেটে গেলেও জিম্মিদশা থেকে মুক্তি মেলেনি শ্যামনগর উপজেলার মথুরাপুর গ্রামের জেলে বাটুল সরদার ও আবদুর রাজ্জাকের। সন্তানের অপারেশনের কথা জানিয়ে বনদস্যুদের কবল থেকে মুক্তি পেয়ে লোকালয়ে ফিরেছেন অপহৃত আরেক জেলে রজব আলী। এদিকে ফিরে আসা জেলেরা জানিয়েছেন, বনদস্যু জোনাব বাহিনীর সদস্যরা আইন প্রয়োগকারী সংস্থার তৎপরতার মুখে কিছুদিন ভারতে অবস্থানের পর আবার ফিরে এসে সুন্দরবনে দস্যুতা শুরু করেছে।
বুধবার রাতে পশ্চিম সুন্দরবনের বৈকেরী খাল থেকে মাছ শিকারের সময় নৌকা থেকে তিনজনকে অপহরণ করে বনদস্যুরা। ফিরে আসা জেলে রজব আলীর ছেলে আবু বক্কার ও স্থানীয় নুর ইসলাম জানান, বুধবার সকালে নির্দিষ্ট বিকাশ নম্বরে অপহরণের শিকার দুই জেলের মুক্তিপণের টাকা পরিশোধ করা হয়। কিন্তু তিন দিনেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। বনদুস্যদের হাতে আটক জেলে বাটুল সরদার শ্যামনগরের মথুরাপুর গ্রামের মাহদেব সরদার ও আবদুর রাজ্জাক হরিনগর গ্রামের লোকমান গাজীর ছেলে। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এমএ মান্নান জানান, ঘটনাটি তিনি শুনেছেন। তবে কেউ অভিযোগ করেননি।