আজকের পত্রিকাআপনি দেখছেন ১৬-০২-২০২০ তারিখে পত্রিকা

মধুমতিতে ঝাঁপ দেওয়া নিখোঁজ নারীসহ তিনজনের লাশ উদ্ধার

আলোকিত ডেস্ক
| দেশ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মধুমতিতে লাফিয়ে পড়া নিখোঁজ নারী, চট্টগ্রামের সীতাকু-ে প্রেমিকা এবং মানিকগঞ্জে শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো খবর-
গোপালগঞ্জ : জেলার টুঙ্গিপাড়ায় সন্তানদের সামনে শেখ লুৎফর রহমান সেতু থেকে মধুমতি নদীতে লাফ দিয়ে আফরোজা খানম নামে এক নারীর নিখোঁজের চার দিন পর শুক্রবার দুপুরে চর গওহরডাঙ্গা এলাকা থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে। তিনি ওমানপ্রবাসী আলিউজ্জমানের স্ত্রী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১১ ফেব্রুয়ারি ব্যাটারিচালিত ইজিবাইকে দুই সন্তান নিয়ে বোরকা পরা এক নারী সেতুর মাঝখানে আসেন। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সন্তানদের কাছে মোবাইল ফোন ও ব্যাগ রেখে নদীতে লাফ দেন তিনি। ফায়ার সার্ভিস খোঁজাখুঁজি করে ওই নারীকে খুঁজে পায়নি। টুঙ্গিপাড়া থানার ওসি এএফএম নাসিম বলেন, পারিবারিক কলহের জেরে আফরোজা ব্রিজ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। পুলিশ লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করেছে।
সীতাকু- : চট্টগ্রামের সীতাকু-ে ফেরদৌস তুশা নামে এক নববধূর লাশ শুক্রবার সন্ধ্যায় উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, উপজেলার শীতলপুরের লালবাগ এলাকার একজনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে যান তিনি। কয়েক মাস আগে তারা কোর্ট ম্যারেজ করেন। প্রথমে বিষয়টি তাদের পরিবার মেনে না নিলেও পরে তুশার পরিবার মেনে নেয়। কিন্তু বাদ সাধেন ছেলের মা। পরে যৌতুকের দাবি দিয়ে মা এ বিয়ে মেনে নিতে রাজি হন। তাতে রাজি না হলে তুশাকে তালাক দেওয়ার হুমকি দেওয়া হয়। এতে ঘরের তিরের সঙ্গে ওড়না পেঁচিয়ে তুশা আত্মহত্যা করেন। সীতাকু- মডেল থানার ওসি (তদন্ত) শামীম শেখ বিষয়টি নিশ্চিত করেন।
মানিকগঞ্জ : জেলার সাটুরিয়া উপজেলার মধ্যরৌহা এলাকা থেকে তাহমিনা আক্তার নামে এক স্কুলশিক্ষার্থীর ঝুলন্ত লাশ শনিবার উদ্ধার করেছে পুলিশ। তাহমিনা মধ্যরৌহা এলাকার খোরশেদ আলমের মেয়ে ও গোপালপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। সাটুরিয়া থানার ওসি মতিয়ার রহমান জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে গেলে তাহমিনার নিজের ঘরের আড়ায় ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য তার লাশ মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।