আজকের পত্রিকাআপনি দেখছেন ১৬-০২-২০২০ তারিখে পত্রিকা

লাউ ও পানিফলের সমন্বিত চাষ

বগুড়ায় জলাবদ্ধ নিচু জমির কৃষিতে নয়া উদ্ভাবন

ফেরদৌসুর রহমান, বগুড়া
| দেশ

বগুড়ায় জলাবদ্ধ নিচু জমিতে লাউ ও পানিফলের সমন্বিত চাষ- আলোকিত বাংলাদেশ

জয়নাল আবেদীন ভুট্ট এক হতদরিদ্র কৃষক। নিজস্ব দেড় বিঘাসহ পত্তন ও বর্গা মিলিয়ে মোট সাড়ে ৩ বিঘা জমিতে তিনি ফসল ফলান। এর আয়ের ওপরই চলে পরিবার-পরিজনের খরচ। তার ১৪ শতকের একখ- নিচু জমিতে বছরের বেশিরভাগ সময়ই লেগে থাকে জলাবদ্ধতা। বোরো এবং আমন ধান চাষ করা হলেও জলাবদ্ধতার কারণে ফসল ঘরে ওঠানো যায় না। অবশেষে এ জলাবদ্ধ নিচু জমিকে ফসলি জমিতে পরিণত করতে নতুন কৌশল অবলম্বন করেন কৃষক ভুট্ট মিয়া। তিনি এ নিচু জমির স্থানে স্থানে মাটি দিয়ে ৫৬টি উঁচু ঢিবি তৈরি করেন। এরপর এসব ঢিবিতে বপন করেন ‘ইশা’ নামের হাইব্রিড জাতের লাউয়ের বীজ। ওপরে মাচা বেঁধে লাউয়ের লতা ছড়িয়ে যাওয়ার সুযোগ করে দেন তিনি। এতে পর্যাপ্ত হৃষ্টপুষ্ট লাউ উৎপাদিত হয়। একই সঙ্গে ঢিবির ফাঁকে ফাঁকে জমে থাকা কাদাপানিতে চাষ করেন পানিফল। মাত্র ১৪ শতক জমি থেকে তিনি ১২ হাজার টাকার লাউ এবং ৪ হাজার টাকার পানিফল বিক্রি করেছেন। এরপর আরও চার শতাধিক লাউ বিক্রির অপেক্ষায় রয়েছেন। সব মিলিয়ে জলাবদ্ধ নিচু জমিতে লাউ ও পানিফলের সমন্বিত চাষে ভাগ্য বদলেছেন হতদরিদ্র কৃষক জয়নাল আবেদীন ভুট্ট। তার এমন কৌশলে হতবাক বনে গেছেন প্রতিবেশী অন্য কৃষক। খবরটি আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ায় উৎসুক অনেকেই তার এ লাউয়ের মাচা দেখতে আসেন। জলাবদ্ধ অনাবাদি জমিকে ফসলি জমিতে রূপান্তরের এ কৌশল অন্য কৃষকের জন্য হতে পারে অনুকরণীয়। উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম জানান, হাঁস-মাছ, ধান-মাছ এ ধরনের সমন্বিত চাষ লাভজনক। তবে কৃষক ভুট্ট মিয়ার লাউ-পানিফলের সমন্বিত চাষ কৃষিক্ষেত্রে নতুন উদ্ভাবন সূচিত করেছে। এটি অন্য কৃষককে উৎসাহিত করবে। তিনি আরও বলেন, অভিজ্ঞ কৃষক অনেক সময় কৃষিক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবনী কৌশল উপহার দিয়ে থাকেন। এটি অনেকটা সেরকমই। এতে তারা শুধু নিজেরাই উপকৃত হন না, দেশ ও জাতি সমৃদ্ধ হওয়ার পথ উন্মুক্ত হয়।