রাজধানীর দক্ষিণখানে মা ও দুই সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় নিহত গৃহবধূর স্বামী রাকিব উদ্দিন ভূঁইয়াকে খুঁজছে পুলিশ। ঘটনার পর থেকে তিনি পলাতক থাকায় পুলিশের সন্দেহ রাকিব উদ্দিনই স্ত্রী সন্তানদের খুন করে পালিয়ে গেছেন। তাকে আটক করতে অভিযান পরিচালনা করা হচ্ছে। আটকের পর হত্যাকাণ্ডের রহস্য বেরিয়ে আসবে বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র। এদিকে শনিবার বিকালে উদ্ধারকৃত তিনটি লাশেরই ময়নাতদন্ত সম্পন্ন করে সোহরাওয়ার্দী হাসপাতালের ফরেনসিক স্বামীকে খুঁজছে পুলিশ
বিভাগের চিকিৎসক একেএম মাইনুদ্দিন জানান, হত্যার শিকার দুই শিশু ফারহান ও লাইবাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে এবং তাদের মা মুন্নির মাথায় হাতুড়ির আঘাত রয়েছে। চিকিৎসক আরও জানান, তিনটি লাশের উপরিভাগ বেশি পচে গিয়েছিল। নারীটির মাথার পেছনে আঘাতের আলামত পাওয়া গেছে। তিনটি লাশ থেকে ভিসেরা ও রক্ত সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষার পর রিপোর্ট পেলেই আরও তথ্য পাওয়া যাবে।
এর আগে শুক্রবার সন্ধ্যায় দক্ষিণখানের ৮৩৮ নম্বর প্রেমবাগানের চতুর্থ তলার বাসা থেকে মা মুন্নী বেগম (৩৭) এবং তার দুই সন্তান ফারহান উদ্দিন (১২) ও লাইভা ভূঁইয়ার (৩) অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ কর্মকর্তারা জানান, মা ও মেয়ের লাশ একটি কক্ষের বিছানায় এবং ছেলের লাশ অন্য একটি কক্ষের মেঝেতে পড়ে ছিল। মায়ের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি হাতুড়িও উদ্ধার করা হয়েছে।
ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) নাবিদ কামাল শৈবাল জানান, ধারণা করা হচ্ছে তিনজনকেই তিন থেকে চার দিন আগে হত্যা করা হয়েছে। ঘরের ভেতরে তিনটি লাশই অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে। তবে মা ও ছেলের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমরা খুনিকে ধরতে অভিযান চালাচ্ছি। পুলিশের দক্ষিণখান জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হাফিজুর রহমান রিয়েল জানান, ঘটনাটি গুরুত্ব দিয়ে অনুসন্ধান করা হচ্ছে। প্রাথমিকভাবে ওই নারীর স্বামী তথা দুই সন্তানের বাবার খোঁজ করা হচ্ছে।
পুলিশ ও প্রতিবেশীরা জানান, বাসা থেকে পচা গন্ধ এলে বাড়িওয়ালার সন্দেহ হয়। এর মধ্যে রাকিব উদ্দিনের ভাই সোহেলও ভাবিদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে ওই বাসায় আসেন। বাড়িওয়ালাকে সঙ্গে নিয়ে চতুর্থ তলার ডান দিকের ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে তিনজনের লাশ দেখে পুলিশকে খবর দেন তিনি। পরে পুলিশ গিয়ে লাশ তিনটি উদ্ধার করে। পুলিশ সূত্র জানায়, বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেডের (বিটিসিএল) উপসহকারী প্রকৌশলী রাকিব উদ্দিন ভূঁইয়া প্রায় ১০ থেকে ১২ বছর ধরে ওই বাসায় স্ত্রী ও সন্তানদের নিয়ে বাস করে আসছিলেন। সম্প্রতি তিনি বিটিসিএলের গুলশান কার্যালয় থেকে উত্তরা কার্যালয়ে বদলি হন।
নিহত মুন্নী বেগমের ভাই সোহেল আহমেদ বলেন, বুধবার থেকে আমরা বোন ও বোনের স্বামীর সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম না। তাদের মোবাইল ফোন বন্ধ ছিল।