জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে ফরিদপুরে স্কুলের শিশু শিক্ষার্থীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ‘স্কুল সাইট টেস্ট প্রোগ্রাম’ এর উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি জেলা প্রশাসন স্কুলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চক্ষু পরীক্ষা কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার। ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে অরবিস ইন্টারন্যাশনাল ও ইউ এস এইড এর আর্থিক সহায়তায় জেলার ১৫ হাজার শিক্ষার্থীকে মুজিববর্ষ জুড়ে বিনামূল্যে এ সেবা প্রদান করা হবে। ফরিদপুর ডায়াবেটিক সমিতি ও বিএনএসবি জহুরুল হক চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে চক্ষু সেবা পাবে শিক্ষার্থীরা। প্রাথমিক চক্ষু পরীক্ষা শেষে কোনো শিক্ষার্থীর পরবর্তী চিকিৎসাসহ চশমার প্রয়োজন হলে তার ব্যবস্থা করা হবে।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক অতুল সরকার বলেন, প্রত্যেকটি শিশুকে স্কুলে ভর্তির আগে চক্ষু পরীক্ষা করা জরুরি। আজকাল মায়েরা তাদের বাচ্চাদের শাকসবজি খাওয়ানোর পরিবর্তে সময় বাঁচানোর জন্য বিভিন্ন ফাস্টফুড জাতীয় খাবার খাওয়ায়, যার ফলে শিশুদের বাহ্যিকভাবে সবল মনে হলেও নানা ধরনের রোগ শরীরের মাঝে বাসা বাঁধে। আর খুব বেশি সমস্যা দেখা যায় শিশুদের চোখে। সেদিকটি
বিবেচনায় নিয়ে, যাতে করে শুরুতেই শিশুর চোখের পরীক্ষার মাধ্যমে সঠিক চিকিৎসা দেওয়া যায় তারই প্রয়াস এ স্কুল সাইট টেস্ট।
ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ডা. আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটোর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, চক্ষু রোগ বিশেষজ্ঞ ডা. রাহাত আনোয়ার চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষাকর্মকর্তা তাওহিদুল ইসলাম, প্রফেসর এমএ সামাদ, সহযোগী অধ্যাপক রেজভী জামান। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর জেলা প্রশাসন স্কুলের অধ্যক্ষ ফরহাদ হোসেন।
উদ্বোধনী দিনে ৫ শতাধিক শিক্ষার্থীর চক্ষু পরীক্ষা করা হয়। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন স্কুলের ১৫ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে চোখের পরীক্ষা ও চিকিৎসা প্রদান করা হবে।