আজকের পত্রিকাআপনি দেখছেন ১৯-০২-২০২০ তারিখে পত্রিকা

‘ভিন্ন জনস্রোত’-এ পূর্ণিমা বৃষ্টি

একুশের বিশেষ নাটক

বিনোদন প্রতিবেদক
| বিনোদন

বেছে বেছেই নাটকে অভিনয় করছেন ছোটপর্দার প্রিয় মুখ পূর্ণিমা বৃষ্টি। শুধু নাটকেই যে বেছে বেছে কাজ করছেন এমনটি নয়, বিজ্ঞাপনেও মডেল হিসেবে তিনি কাজ করছেন বুঝেশুনে। আসছে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের বিশেষ নাটক ‘ভিন্ন জনস্রোত’-এ অভিনয় করেছেন পূর্ণিমা বৃষ্টি। জামাল হোসেনের ‘একুশ ও সাদেকুজ্জামানের’ পরিবার’ গল্প অবলম্বনে ‘ভিন্ন জনস্রোত’ নাটকটি নির্মিত হয়েছে। নাটকটি নির্মাণ করেছেন ইয়ামিন ইলান। গেল ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী রাজধানীর বিভিন্ন লোকেশন, গাজীপুরের পূবাইল ও খতিম খামারবাড়িতে নাটকটির বিভিন্ন দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে। নাটকটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন পূর্ণিমা বৃষ্টি। এতে অভিনয় প্রসঙ্গে পূর্ণিমা বৃষ্টি বলেন, ‘ভিন্ন জনস্রোত নাটকটিতে অভিনয়ের আগে আমি শ্রদ্ধেয় জামাল হোসেনের একুশ ও সাদেকুজ্জামানের পরিবার গল্পটি মনোযোগ দিয়ে পড়েছি। আমার চরিত্রটি এই গল্প থেকে নিজের মধ্যে অনুধাবন করার চেষ্টা করেছি। পরে ভিন্ন জনস্রোত স্ক্রিপ্ট থেকে তা আরও ভালোভাবে অনুভব করার চেষ্টা করেছি। যে কারণে শুটিংয়ের সময় আমার চরিত্রটি নিজের মধ্যে লালন করতে তেমন কোনো সমস্যা হয়নি। সত্যি বলতে কী, আমি মন দিয়ে এখন অভিনয় করার চেষ্টা করি। বেছে বেছে ভালো গল্পের চ্যালেঞ্জিং চরিত্রগুলোই করার চেষ্টা করি। ভিন্ন জনস্রোত ঠিক তেমনি একটি নাটক। কাজটি করে আমি যেমন আনন্দিত, ঠিক তেমনি গর্বিতও। কারণ এটি একুশের নাটক। আমাদের ভাষা সংগ্রামের নাটক। নাটকটি আমার অভিনয় জীবনের জন্য যথেষ্ট গুরুত্ব বহন করবে।’ নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, করভী মিজান, তানভীরসহ অনেকে। আসছে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আরটিভিতে প্রচারের জন্য ‘ভিন্ন জনস্রোত’ নাটকটি নির্মিত হয়েছে।