একুশের চেতনা মননে ধারণ করে সৃজনশীল উপস্থাপনায় কে ক্র্যাফটের পোশাক থাকবে ফেব্রুয়ারি মাসজুড়ে সব আউটলেটে। এবারের মোটিফে থাকছে বর্ণমালা ইলাস্ট্রেশনের কোলাজ, স্ট্রাইপ-জ্যামিতিক ও ফুলেল মোটিফ। এছাড়া রয়েছে টাই-ডাইয়ের নানা বৈচিত্র্য।
রঙের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে শোকের কালো, সূর্যের লাল, বিষণœতার ধূসর, সত্য ও পবিত্রতার প্রতীক সাদার সমতলকে। একুশের এই বিশেষ পোশাকগুলো কে ক্র্যাফটের প্রতিটি আউটলেট ছাড়াও অনলাইন স্টোর www.kaykraft.com থেকে কিনতে পারবেন। ফেসবুকে কে ক্র্যাফট পেজে অর্ডার করে পছন্দের পোশাকটি ঢাকা ও ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমেও নেওয়া যাবে বিশেষ সাশ্রয়ী মূল্যে।