আজকের পত্রিকাআপনি দেখছেন ১৯-০২-২০২০ তারিখে পত্রিকা

তুরস্কে ৭০০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আলোকিত ডেস্ক
| আন্তর্জাতিক

তুরস্কে প্রায় ৭০০ জনের বিরুদ্ধে মঙ্গলবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দেশটির প্রসিকিউটররা। যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসনে থাকা তুরস্কের ধর্মীয় নেতা ফতেউল্লাহ গুলেনের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে এদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়। তুর্কি সরকার অভিযোগ করে আসছে, ২০১৬ সালে তুরস্কের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের ঘটনার পেছনে গুলেনের মদত ছিল। তবে গুলেন এ অভিযোগ অস্বীকার করে আসছেন। ওই ব্যর্থ সেনা অভ্যুত্থানের ঘটনার পর থেকে তুরস্কে গুলেনপন্থিদের ওপর ব্যাপক ধড়পাকড় চালাচ্ছে দেশটির সরকার। মঙ্গলবার নতুন করে প্রায় ৭০০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির মাধ্যমে গুলেনপন্থিদের বিরুদ্ধে তুর্কি সরকারের অভিযান কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়টি আবারও সামনে এলো। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া লোকজনের ভেতরে তুরস্কের আইন ও বিচার মন্ত্রণালয় এবং সামরিক বাহিনীর লোকজনও রয়েছেন। বার্তা সংস্থাটি বলছে, আইন ও বিচার মন্ত্রণালয়ের ৭১ এবং সশস্ত্র বাহিনীর ১৫৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এছাড়া গুলেনের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে তুরস্কজুড়ে ৪৬৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পার্স টুডে