ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) এবং ডিয়ারলাইফ বিডি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান ট্রাভেল আর্ট সম্প্রতি ঢাকায় একটি গ্রাহক সুবিধা চুক্তি স্বাক্ষর করে। চুক্তির অধীন ইবিএল কার্ডধারীরা ট্রাভেল আর্টের কাছ থেকে বিশেষায়িত সেবার পাশাপাশি সেবা মূল্যের ওপর বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন। ইবিএল রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং ট্রাভেল আর্টের প্রধান নির্বাহী তামান্না রাব্বানী এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের পর বিনিময় করেন। ইবিএল ওমেন ব্যাংকিং এবং বিজনেস লায়াবিলিটি প্রধান মো. জাহেদ চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন