আজকের পত্রিকাআপনি দেখছেন ১৯-০২-২০২০ তারিখে পত্রিকা

লেনদেনের শীর্ষে সামিট পাওয়ার

নিজস্ব প্রতিবেদক
| অর্থ-বাণিজ্য

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের শীর্ষে রয়েছে সামিট পাওয়ার লিমিটেড। ৪২ কোটি ২২ লাখ টাকার লেনদেন করে কোম্পানিটি লেনদেনের শীর্ষে রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার কোম্পানিটির মোট ৯৬ লাখ ৭ হাজার ৪৭২টি শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে ওঠে আসা লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ৪৮ লাখ টাকার। এদিন কোম্পানিটি ৪৮ লাখ ৭৫ হাজার ১০১টি শেয়ার হাতবদল করেছে। খুলনা পাওয়ার কোম্পানি ২২ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে ওঠে এসেছে। লেনদেনের তালিকায় ওঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ওরিয়ন ফার্মা, ন্যাশনাল টিউবস, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, গ্রামীণফোন।