রাজনৈতিক সম্পর্কের রেশে বহু বছর ধরে ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ মাঠে গড়াচ্ছে না। এ নিয়ে দর্শকদের মধ্যেও আছে হতাশা। ভারতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফরে না যাওয়ার বিষয়ে এবার খোঁচা দিয়েছেন পাকিস্তানি পেসার শোয়েব আখতার। সম্প্রতি পাকিস্তানে কাবাডি বিশ্বকাপ খেলে গেছে ভারতীয় দল, রোববার দুই দল ফাইনালেও মুখোমুখি হয়েছিল। মূলত এ নিয়েই খোঁচাটা দিয়েছেন শোয়েব। বলেছেন, ‘আমরা একে-অন্যের সঙ্গে টেনিসের ডেভিস কাপ বা কাবাডি খেলতে পারি, তাহলে ক্রিকেটে সমস্যা কোথায়? বুঝলাম ভারত পাকিস্তানে আসবে না, পাকিস্তানও ভারতে যাবে না, কিন্তু আমরা তো এশিয়া কাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরপেক্ষ মাঠে মুখোমুখি হচ্ছি। দ্বিপক্ষীয় সিরিজেও কি এমন করতে পারি না?’