জয়টা খুব করেই দরকার ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের, সেটা চ্যাম্পিয়ন্স লিগে খেলার ক্ষীণ আশা বাঁচিয়ে রাখার জন্যই। ওল্ড ট্রাফোর্ডে মৌসুমের প্রথম দিনে হারিয়েছিল চেলসিকে, এবার স্টামফোর্ড ব্রিজে এসে আবার হারাল তাদের। তবে ইউনাইটেডের ২-০ গোলের জয়ে আবার আলোচনায় ভিএআর। চেলসি কোচ ফ্রাংক ল্যাম্পার্ড যে অভিযোগ করেই বসেছেন, তাদের জয় একরকম ছিনতাই করা হয়েছে। সেই অভিযোগ কতটা ঠিক, তা নিয়ে তর্ক হতে পারে, তবে ম্যাচের শুরুটা যে চেলসিই দারুণ করেছিল তাতে সন্দেহ নেই।