আজকের পত্রিকাআপনি দেখছেন ১৯-০২-২০২০ তারিখে পত্রিকা

দুটি ‘চ্যাম্পিয়ন্স কাপ’

স্পোর্টস ডেস্ক
| খেলা

ওয়ানডে ক্রিকেটে বিশ্বকাপের পর সবচেয়ে জনপ্রিয় আসর চ্যাম্পিয়ন্স ট্রফি। এবার নতুন টুর্নামেন্ট আনার চিন্তাভাবনা করছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি, চ্যাম্পিয়ন্স কাপ নামের নতুন সংযোজন আসবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণেই। ২০২৩ থেকে ২০৩১ সালের মধ্যে চ্যাম্পিয়ন্স কাপ আয়োজনের পরিকল্পনার করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার। ছেলেদের পাশাপাশি মেয়েদের জন্যও আয়োজিত হবে ওয়ানডে ও টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স কাপ। আইসিসির প্রস্তাবিত টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স কাপে লড়বে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১০ দল। টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ৪৮টি, যা গেল ওয়ানডে বিশ্বকাপের ম্যাচের চেয়ে কম নয়। এর পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফির আদলেই আয়োজিত হবে ওয়ানডে চ্যাম্পিয়ন্স কাপ। যেখানে মোট ছয় দল ১৬টি ম্যাচ খেলবে। টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স কাপে টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে মাত্র সাতটি ম্যাচ কম খেলা হবে। আইসিসির এমন প্রস্তাব এরই মধ্যে সমালোচনার মুখে পড়েছে।
আইসিসির পূর্ণ-সদস্য দেশগুলোকে ২০২৩-২০৩১ চক্রের টুর্নামেন্টগুলো আয়োজনে দরপত্র জমা দিতে ১৫ মার্চ পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। আইসিসির চাওয়া দরপত্রের শর্ত অনুসারে, প্রতিটি টুর্নামেন্টের আয়োজক দেশ টিকিট, হসপিটালিটি ও ক্যাটারিং থেকে রাজস্ব আয় করতে পারবে। আর সব ধরনের বাণিজ্যিক ও সম্প্রচারস্বত্ব থেকে আয়কৃত রাজস্ব পাবে আইসিসি। এ প্রস্তাব নিয়ে আইসিসির সঙ্গে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। কারণ ক্রিকেটের সবচেয়ে ধনী এ বোর্ড তিনটি নিজেদের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ খেলার জন্য ফাঁকা সূচি রাখার দাবি আগে থেকেই জানিয়ে আসছে। আইসিসির পরিকল্পনা বাস্তবায়িত হলে তিনটি দেশের দ্বিপক্ষীয় সিরিজ খেলার সুযোগ উল্লেখযোগ্যভাবে কমে যাবে।