আজকের পত্রিকাআপনি দেখছেন ১৯-০২-২০২০ তারিখে পত্রিকা

জিম্বাবুয়েকে চমকে দিলেন শাহাদাত

স্পোর্টস রিপোর্টার
| খেলা

বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচে মুখোমুখি হওয়ার প্রস্তুতির সুযোগ ভালোভাবেই কাজে লাগাচ্ছেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। দুই ওপেনার প্রিন্স মাসভাউরে ও কেভিন কাসুজার ব্যাটে রান পাওয়া; এরপর মিডলঅর্ডারে ধস, ১০৫ রানে বিনা উইকেট থেকে স্কোর ১৪৬ রানে ৫ উইকেটে পরিণত হওয়া, শেষ দিকে আটে নেমে কার্ল মাম্বার ফিফটিÑ বিকেএসপিতে একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের বিপক্ষে প্রথম দিনটা দারুণ কাটল জিম্বাবুইয়ানদের। সফরকারীদের হুমকি হয়ে ওঠেন সদ্য দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অফ-স্পিনার শাহাদাত হোসেন (৩/১৬)। এরপরও দিন শেষে স্কোরবোর্ডে উঠেছে ৭ উইকেটে ২৯১ রান, মাম্বা ফিফটি করেছেন ৯৮ বলে, শেষ পর্যন্ত অপরাজিত আছেন ১০৫ বলে ৫৪ রানে। সঙ্গী নদলোভুর রান ২৫।
টস জিতে ব্যাটিং নেওয়া জিম্বাবুয়েকে দারুণ শুরু এনে দিয়েছিলেন ওপেনার মাসভাউরে ও কেভিন। লাঞ্চের আগে উইকেট হারাতে দেননি তারা, দুইজন মিলে তোলেন ৯৫ রান। ফিফটিও করে ফেলেছিলেন কাসুজা (৭০)। লাঞ্চের পর পরিবর্তে নামেন ব্রায়ান মুদজিঙ্গানিয়ামা। প্রথম ব্রেক থ্রু পেতে বিসিবি একাদশকে অপেক্ষা করতে হয়েছে ৩১ ওভার পর্যন্ত, অধিনায়ক আল-আমিনের বলে উইকেটরক্ষক আকবর আলীর ক্যাচে পরিণত হন ৪৫ রান করা মাসভাউরে। অধিনায়ক ক্রেইগ এরভিন প্রায় ১০ ওভার ব্যাট করে কাসুজার সঙ্গে যোগ করেন ২০ রান! ১০ রান করা জিম্বাবুয়ে অধিনায়ককে ফিরিয়ে শাহাদাত নেন নিজের প্রথম উইকেট। পরের ওভারে শরিফুলের বলে ক্যাচ দেন মুদজিঙ্গানিয়ামা (১৭)। ৪৯ ওভারে এসে জোড়া আঘাত হানেন শাহাদাত, ৩ বলের ব্যবধানে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন রেজিস চাকাভা ও টিনোটেন্ডা মুতোমবদজি। ষষ্ঠ উইকেটে ওঠে ৩১ রান, শেষ পর্যন্ত ১৩০ বলে ৭০ রান করে রানআউট হন আবার ব্যাট করতে নামা কাসুজা। মাম্বা এরপর টিমাইসেন মারুমা ও এইনলে নদলোভুকে নিয়ে সপ্তম ও অষ্টম উইকেটে গড়েছেন যথাক্রমে ৪৯ ও ৬৫ রানের জুটি; যার মধ্যে পরেরটি এখনও অবিচ্ছিন্ন। বিসিবি একাদশ অধিনায়ক আল-আমিন জুনিয়র সব মিলিয়ে সাতজন বোলার ব্যবহার করেছেন, অধিনায়ক নিজে ২ উইকেট নিয়েছেন ৪০ রানে, ১ উইকেট নিতে শরিফুল দেন ৪৫ রান। লেগ-স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ও রিশাদ হোসেন যথাক্রমে ১৯ ও ১২ ওভার বোলিং করে দিয়েছেন ৭৭ ও ২৬ রান।  ১৬ রানে ৩ উইকেট নিয়ে সবচেয়ে সফল শাহাদাতই।
বাংলাদেশ যুব বিশ্বকাপ জিতলেও বিশ্বমঞ্চে বোলিং করেননি শাহাদাত, জিম্বাবুয়ের বিপক্ষে কিনা করেছেন ৮ ওভারের স্পেল! যুব বিশ্বকাপে বোলিং না করার কৌতূহল প্রথম দিন শেষে মেটান তিনিই, ‘বিশ্বকাপে আমাদের বোলিংয়ে অনেক অপশন ছিল। চারজন মূল বোলার ছিল, ছিল দুজন অপশনাল। ছয় বোলার ব্যবহার করা হতো, সবাই ভালো করেছে। যদি কেউ খারাপ করত, তাহলে আমি আসতাম। বিশ্বকাপে কেউ খারাপ করেনি, আমারও বোলিংয়ে আসা হয়নি।’ শাহাদাত বিশ্বকাপ খেলেছেন মূলত ব্যাটসম্যান হিসেবে, ছিলেন মিডলঅর্ডারে অন্যতম ভরসা। ৪ ম্যাচে ব্যাট করে পাকিস্তান (১৬*), কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকা (৭৪*) ও সেমিফাইনালে নিউজিল্যান্ডের (৪০*) বিপক্ষে তিনটিতেই ছিলেন অপরাজিত! আউট হয়েছেন শুধু ফাইনালে ভারতের (১) বিপক্ষে আউট হয়েছেন। প্রস্তুতি ম্যাচে বল হাতে যেন অলরাউন্ডার সত্তার ছাপ রাখলেন শাহাদাত।