আজকের পত্রিকাআপনি দেখছেন ১৯-০২-২০২০ তারিখে পত্রিকা

তিন জেলায় সড়কে নিহত ৩

আলোকিত ডেস্ক
| খবর

তিন জেলায় মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রী, পঞ্চগড়ে দুই ট্রলির মুখোমুখি সংঘর্ষে শ্রমিক এবং ভাঙ্গায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। প্রতিনিধিদের খবর-
সাতক্ষীরা : তালা উপজেলার শ্রীমন্তকাটি গ্রামের বটতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় মোহনা পাল (৭) নামে প্রথম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সে উপজেলার তেঘরিয়া গ্রামের শংকর পালের মেয়ে।
পঞ্চগড় : তেঁতুলিয়া উপজেলার বন্দর এলাকায় দুই ট্রলির মুখোমুখি সংঘর্ষে মাসুদ (১৮) নামে এক ট্রলি শ্রমিক নিহত হয়েছেন। তার বাড়ি দেবীগঞ্জ উপজেলার পামুলির হাট এনায়েতপুর গ্রামে। তিনি শফিকুল ইসলামের ছেলে।
ভাঙ্গা (ফরিদপুর) : ভাঙ্গা উপজেলার মালিগ্রাম সংলগ্ন সলিলদিয়া এলাকায় অজ্ঞাত ট্রাকের চাপায় মোটরসাইকেল চালকের ছেলে আরোহী নুর মোহাম্মাদ নামে ৫ বছরের এক শিশু ঘটনাস্থলে নিহত হয়েছে। এ সময় তার বাবা, মা ও ছোট ভাই গুরুতর আহত হন।