তিন জেলায় মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রী, পঞ্চগড়ে দুই ট্রলির মুখোমুখি সংঘর্ষে শ্রমিক এবং ভাঙ্গায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। প্রতিনিধিদের খবর-
সাতক্ষীরা : তালা উপজেলার শ্রীমন্তকাটি গ্রামের বটতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় মোহনা পাল (৭) নামে প্রথম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সে উপজেলার তেঘরিয়া গ্রামের শংকর পালের মেয়ে।
পঞ্চগড় : তেঁতুলিয়া উপজেলার বন্দর এলাকায় দুই ট্রলির মুখোমুখি সংঘর্ষে মাসুদ (১৮) নামে এক ট্রলি শ্রমিক নিহত হয়েছেন। তার বাড়ি দেবীগঞ্জ উপজেলার পামুলির হাট এনায়েতপুর গ্রামে। তিনি শফিকুল ইসলামের ছেলে।
ভাঙ্গা (ফরিদপুর) : ভাঙ্গা উপজেলার মালিগ্রাম সংলগ্ন সলিলদিয়া এলাকায় অজ্ঞাত ট্রাকের চাপায় মোটরসাইকেল চালকের ছেলে আরোহী নুর মোহাম্মাদ নামে ৫ বছরের এক শিশু ঘটনাস্থলে নিহত হয়েছে। এ সময় তার বাবা, মা ও ছোট ভাই গুরুতর আহত হন।