আজকের পত্রিকাআপনি দেখছেন ১৯-০২-২০২০ তারিখে পত্রিকা

উপলক্ষ একুশে ফেব্রুয়ারি

চবিতে নানা কর্মসূচি

চট্টগ্রাম ব্যুরো
| নগর মহানগর

মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচিতে রয়েছে-২১ ফেব্রুয়ারি ২০২০ ফজরের নামাজের পর বিশ্ববিদ্যালয় মসজিদগুলোতে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত এবং অন্য ধর্মাবলম্বীদের নিজ নিজ উপাসনালয়ে শহীদদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা। ওই দিন প্রশাসনিক ভবন ও হলসহ অন্য গুরুত্বপূর্ণ ভবনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হবে। সকাল সোয়া ৮টায় চবি জিরো পয়েন্ট (স্মরণ চত্বর) থেকে প্রভাতফেরি শুরু হয়ে চবি কেন্দ্রীয় শহীদ মিনার এসে শেষ হবে। অতঃপর সকাল সাড়ে ৮টায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হবে। এরপর শহীদ মিনার থেকে শোক র‌্যালি শুরু হয়ে চবি বঙ্গবন্ধু চত্বরে আসবে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।