চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচ যাত্রীর ব্যাগেজ থেকে ৯৪৫ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। এসব সিগারেটের বাজার মূল্য প্রায় ১৯ লাখ টাকা। মঙ্গলবার বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিম গোপন সংবাদের ভিত্তিতে সিগারেটগুলো উদ্ধার করে। এসব সিগারেট ইজি লাইট, ৩০৩ এবং মন্ড ব্র্যান্ডের। ফেনী জেলার হানিফ, ফটিকছড়ির আরাফাত, হাটহাজারীর জামাল, মুরশেদ ও পটিয়ার লোকমান এসব সিগারেট নিয়ে আসেন। মঙ্গলবার সকালে শারজাহ থেকে বাংলাদেশ বিমান ১২৮ ও এয়ার অ্যারাবিয়া বিজি ৫২৮ ফ্লাইটে তারা চট্টগ্রাম বিমানবন্দরে আসেন।