নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমার কোনো নিজস্ব বাহিনী নেই। অন্যায়কে প্রশ্রয় দিই নাই, আর কখন দেব না। নাসিকের ১৪নং ওয়ার্ডের পশ্চিম দেওভোগ থেকে বোয়ালিয়া খালের রাস্তা পর্যন্ত আরসিসি ড্রেন ও রাস্তা নির্মাণকাজের সীমানা নির্ধারণকালে মঙ্গলবার আইভী এসব কথা বলেন।
আইভী বলেন, দীর্ঘ বছরের পর নিজে এখানে উপস্থিত থেকে এ তিন পক্ষের সমাধান আজ করে দিলাম। একজন মেয়রকে একটি বিষয়ে পরপর ১৫টি ফোন কল গেলে কেমন অবস্থা হয়, আপনি বুঝেন? অন্য মেয়র হলে এখানে তারা আসত না। তাদের দুই হাতে অস্ত্র নিয়ে বাহিনী দিয়ে আপনাদের সব ভেঙে চুরে কাজ চালিয়ে যেত। আমার বিরুদ্ধে অনেক মামলা, জিডি ও হুমকি দিয়েছে। কোনো সময় ভয় তো দূরের কথা এক ইঞ্চি সরে দাঁড়াইনি, সরে যাইনি। নারায়ণগঞ্জ পৌরসভা চেয়ারম্যান থেকে আজ ১৭ বছর হলো আমাদের ভোটে এ সিটি করপোরেশনের চেয়ারে বসে আছি। আপনাদের উন্নয়নে আমাদের সঙ্গে আপনাদের সহযোগিতা কামনা করি। বোয়ালিয়া খাল উদ্ধার করে আধুনিক রাস্তা নির্মাণ করেছি অনেক বাধাবিপত্তির ঊর্ধ্বে থেকে।
৫০ বছর ধরে সীমানা নির্ধারিত জটিলতার কারণে রাস্তার কাজ করা অসম্ভব হয়ে পড়ে। এতে এলাকার ২০০ পরিবার যাতায়াতের অসুবিধার হতো। সেই সীমানা জটিলতা নিরসন করলেন নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। ১৫ দিনের মধ্যে এলাকার ২০০ পরিবারে তাদের কাক্সিক্ষত সুবিধা পাবে। এ সময় উপস্থিত ছিলেন ডা. মহিউদ্দিন, মো. মাইনউদ্দিন, মো. মুরাদ, মো. মাসুম, ডা. খোকন, ফজল মোল্লাহ, মো. মাইকেল ও মো. আসলাম, নির্মাণ কাজের ঠিকাদার মো. গোলাম সারোয়ার বাদল প্রমুখ।