অবহিতকরণ কর্মশালা
ষ রাঙ্গামাটি প্রতিনিধি
উপজেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে ‘ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরণ’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। ইউএনও ফাতেমা তুজ জোহরা উপমার সভাপতিত্বে এতে উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান, ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, দুর্গেশ্বর চাকমা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার বোরহান উদ্দিন মিটু উপস্থিত ছিলেন।
বীজ-সার বিতরণ
ষ গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। ইউএনও তাসলিমা আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী বিশ্বাস দুর্গা।
কৃষি মেলা উদ্বোধন
ষ মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় তিন দিনব্যাপী কৃষি মেলা মঙ্গলবার জাতীয় সংসদের হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী এ উদ্বোধন করেন। ইউএনও রিপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, জেলা কৃষি অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা বিভাষ চন্দ্র সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন প্রমুখ।
জরিমানা
ষ চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জে সরকারি বিধান না মানায় চারটি খাবার হোটেল ও দুটি স’ মিলকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফরিদগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা বেগম।
সার চুরি
ষ ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মেসার্স সৈকত এন্টার প্রাইজের গোডাউন থেকে চল্লিশ বস্তা ইউরিয়া সার চুরি হয়েছে। বৃহস্পতিবার রাতে গোডাউনের তালা কেটে চল্লিশ বস্তা ইউরিয়া সার চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ডিলার নুর আলম ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ করলে পুলিশ সোমবার রাতে দুই চোরসহ সার ক্রয়কারীকে আটক করে।
তলোয়ার উদ্ধার
ষ কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের নিচে একটি কক্ষ থেকে মঙ্গলবার পুলিশ চারটি তলোয়ার, একটি কিরিচ ও ফেনসিডিল উদ্ধার করেছে। থানার ওসি মোহাম্মদ আবু সাঈদ বলেন, আওয়ামী লীগ কার্যালয় ধোয়ামোছার সময় পুলিশের উপস্থিতিতে কক্ষটি খোলা হয়।