আজকের পত্রিকাআপনি দেখছেন ১৯-০২-২০২০ তারিখে পত্রিকা

বিশেষ অভিযানে আটক অর্ধশতাধিক

আলোকিত ডেস্ক
| দেশ

বিশেষ অভিযানে রংপুরে ইয়াবা-গাঁজাসহ ১৬ জন, ঝালকাঠিতে আট মাদক ব্যবসায়ী, যশোরের মনিরামপুরে গাঁজাসহ দুই যুবক, ঢাকার আশুলিয়ায় ইয়াবাসহ একজন এবং টাঙ্গাইলের সখীপুরে ৪৩ জুয়াড়িকে আটক করেছে র‌্যাব ও পুলিশ। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবরÑ

রংপুর : রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) সোমবার রাতে  ২১ পিস ইয়াবা ও ৭০ গ্রাম গাঁজা উদ্ধার এবং পরোয়ানাভুক্তসহ  ১৬ আসামিকে গ্রেপ্তার করেছে। আরপিএমপি সহকারী পুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) সংবাদ মাধ্যমে এ তথ্য জানান। মঙ্গলবার গ্রেপ্তারকৃত আসামিদের  আদালতে সোপর্দ করা হয়েছে। 
ঝালকাঠি : ঝালকাঠির নলছিটি উপজেলায় অভিযান চালিয়ে মগড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান চেয়ারম্যান জসিম হাওলাদারসহ আট মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে উপজেলার আমিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৪৭ পিস ইয়াবাসহ জসিম হাওলাদার, মিরাজ হাওলাদার, আমিরাবাদ এলাকার জামাল খান, আওলাদ হোসেন মৃধা, জলিল তালুকদার, মিজানুর রহমান, সেলিম হাওলাদার, কামরুল ইসলামকে আটক করা হয়। 
মনিরামপুর : মনিরামপুরে গাঁজাসহ পুলিশ দুই যুবককে আটক করেছে। সোমবার রাতে মেঠোপাড়ায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ মাহাবুবুর এবং কামরুলকে আটক করা হয়। 
আশুলিয়া : ঢাকার আশুলিয়ায় ৬ শতাধিক ইয়াবাসহ মাদক বিক্রেতা আরিফুল ইসলামকে আটক করেছে র‌্যাব-৪। সোমবার রাতে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি-২, র‌্যাব-৪ এর নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা। সোমবার আশুলিয়ার পল্লী বিদ্যুতের পূর্ব ডেন্ডাবর এলাকার হাজী রিয়াজ উদ্দিন মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক আরিফুল ইসলাম যশোর জেলার বাঘারপাড়া থানার কেশবপুর গ্রামের বাসিন্দা। 
সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে জুয়ার আসর থেকে ৪৩ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের দেওয়ানপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ১ লাখ ৬ হাজার ৯৬০ টাকা, মুঠোফোন এবং জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়।