আজকের পত্রিকাআপনি দেখছেন ১৯-০২-২০২০ তারিখে পত্রিকা

ঠাকুরগাঁওয়ে সাঁওতালদের পুষণা উৎসব

ঠাকুরগাঁও প্রতিনিধি
| দেশ

ঠাকুরগাঁওয়ে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সাঁওতালদের ভূমি অধিকার রক্ষা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় পুষণা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) আয়োজনে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের নালারহাটে এ উৎসব অনুষ্ঠিত হয়। এ সময় নাচের মাধ্যমে স্থানীয় সাঁওতালরা পুষণা উৎসবে আগত অতিথিদের বরণ করেন। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

১৬নং নারগুন ইউপি চেয়ারম্যান পয়গাম আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন সদর থানার ওসি তানভীরুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ইএসডিওর সিনিওর কো-অর্ডিনেটর শাহ আমিনুল হক। ক্ষুদ্র নৃগোষ্ঠী সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন রিপু সরেন, সূর্যমনি হেমব্রম, ঠাকুরগাঁও জেলা আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি বিশুরাম প্রমুখ। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সাঁওতালদের মোট ৮৫টি পরিবারের অংশগ্রহণে এ অনুষ্ঠান পরিচালনা করেন ইএসডিওর প্রেমদীপ প্রকল্পের ম্যানেজার ঝর্ণা বেগম।ঠাকুরগাঁওয়ে সাঁওতালদের
পুষণা উৎসব
ষ ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সাঁওতালদের ভূমি অধিকার রক্ষা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় পুষণা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) আয়োজনে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের নালারহাটে এ উৎসব অনুষ্ঠিত হয়। এ সময় নাচের মাধ্যমে স্থানীয় সাঁওতালরা পুষণা উৎসবে আগত অতিথিদের বরণ করেন। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
১৬নং নারগুন ইউপি চেয়ারম্যান পয়গাম আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন সদর থানার ওসি তানভীরুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ইএসডিওর সিনিওর কো-অর্ডিনেটর শাহ আমিনুল হক। ক্ষুদ্র নৃগোষ্ঠী সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন রিপু সরেন, সূর্যমনি হেমব্রম, ঠাকুরগাঁও জেলা আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি বিশুরাম প্রমুখ। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সাঁওতালদের মোট ৮৫টি পরিবারের অংশগ্রহণে এ অনুষ্ঠান পরিচালনা করেন ইএসডিওর প্রেমদীপ প্রকল্পের ম্যানেজার ঝর্ণা বেগম।