মুজিববর্ষ উপলক্ষে ভূমি সেবা, ভূমি উন্নয়ন কর (খাজনা) আদায় সহজীকরণ ও ভূমি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরের মঠবাড়িয়ার ধানিসাফা ইউনিয়নে ভূমি মেলা ২০২০ দিনব্যাপী শুরু হয়েছে। মঙ্গলবার ধানিসাফা বাজারে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাস, উপজেলা ভূমি অফিস কাননগো শেখ জামসেদ হোসেন, ধানিসাফা বাজার বণিক সমিতির সভাপতি আবু সাইদ, সার্ভেয়ার আসাদুল্লাহ, ইউনিয়ন ভূমি কর্মকর্তা সাইদুর রহমান, প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী প্রমুখ।