আজকের পত্রিকাআপনি দেখছেন ১৯-০২-২০২০ তারিখে পত্রিকা

কারাভোগ শেষে আটজনকে বাংলাদেশে হস্তান্তর

বেনাপোল (যশোর) প্রতিনিধি
| দেশ

ভারতে অবৈধভাবে প্রবেশের সময় আটক হওয়া আট যুবক ৪ বছর জেল খেটে দেশে ফিরলেন। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে সোমবার সন্ধ্যায় তাদের হস্তান্তর করে। বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবীব জানান, ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে তারা ৪ বছর আগে ভারতে যান। সেখানে তারা দিল্লিতে কাজ করার সময় ওই দেশের পুলিশের কাছে আটক হন। তারা ভারতের দিল্লি কেন্দ্রীয় জেলে ৪ বছর আটক থাকেন। দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি চালাচালির এক পর্যায়ে তাদের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল দিয়ে দেশে ফেরত পাঠায়।