নারায়ণগঞ্জর রূপগঞ্জে সোবহান মিয়া (২৫) নামে এক চালকের গলা কেটে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা চালায় ছিনতাইকারীরা। উপজেলার ভুলতা মাঝিপাড়া ডেঙ্গার বাড়ি এলাকায় সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তিনি স্থানীয় ভায়েলা এলাকার মৃত নুরুল ইসলামে ছেলে।
আহত সোবহান মিয়ার বড় ভাই আমান উল্লাহ জানান, ঘটনার দিন রাতে যাত্রী বেশে চারজন ছিনতাইকারী মুড়াপাড়া সিএনজি স্টেশন থেকে গাউছিয়া যাওয়ার উদ্দেশ্যে তার ইজিবাইকে ওঠেন। পরে ইজিবাইকটি নিয়ে ডেঙ্গার বাড়ি এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা সোবহান মিয়ার গলায় ধারালো ছুরি ধরে ইজিবাইকটি ছিনতাইয়ের চেষ্টা চালায়। এ সময় ছিনতাইয়ে বাধা প্রদান করলে ছিনতাইকারীরা সোবহান মিয়ার গলায় ছুরিকাঘাত করে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে তার প্রায় গলার অর্ধেক অংশ কেটে যায়। এ সময় ইজিবাইক নিয়ে পালানোর সময় স্থানীয়রা ধাওয়া দিলে ছিনতাইকারীরা ইজিবাইকটি ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।