প্রাণঘাতী করোনা ভাইরাসে বিপর্যস্ত চীনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে দেওয়া পাঁচ লাখ মাস্কসহ বিভিন্ন স্বাস্থ্যসামগ্রী হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের কাছে এসব সামগ্রীর কিছু নমুনা তুলে
করোনা ভাইরাস মোকাবিলায় চীনকে বিভিন্ন ধরনের চিকিৎসা সামগ্রী দিয়েছে বাংলাদেশ। দেশে তৈরি এসব সামগ্রীর মধ্যে রয়েছে হ্যান্ড গ্লাভস, ফেস মাস্ক, মাথার ক্যাপ, হ্যান্ড স্যানিটাইজার, সু কভার এবং গাউন। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিংয়ের কাছে এসব উপকরণ তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে ১০ লাখ হ্যান্ড গ্লাভস, ৫ লাখ ফেস মাস্ক, দেড় লাখ মাথার ক্যাপ, হ্যান্ড স্যানিটাইজার ১ লাখ, সু কভার ৫০ হাজার এবং ৮ হাজার গাউন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, চীন সরকারের পাশে দাঁড়ানোর জন্য, চীনের জনগণের পাশে দাঁড়ানোর জন্য বন্ধুত্বের জায়গা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য মন্ত্রণালয়কে এসব সামগ্রী পাঠানোর নির্দেশ দিয়েছেন। আমরা এখন যেসব সামগ্রী তুলে দিচ্ছি, যার সবই বাংলাদেশে তৈরি। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, চীন থেকে বাংলাদেশে যেসব শিক্ষার্থী এসেছেন তারা সবাই সুস্থ আছেন এবং বাংলাদেশে করোনা ভাইরাস আক্রান্ত কোনো ব্যক্তি পাওয়া যায়নি। চিকিৎসা সামগ্রীর জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেন, বাংলাদেশ সরকারের প্রতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি, তার উদারতার জন্য আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এটা ঠিক, আমরা সাময়িক দুরবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। তবে যৌথ উদ্যোগে এর বিস্তৃতি আমরা ঠেকাতে পারব। এরই মধ্যে আমরা ৫০০ করোনা টেস্টিং কিট দিয়েছি বাংলাদেশ সরকারকে, যেন তারা দ্রুত করোনা শনাক্ত করতে পারে। পাশাপাশি চীনে যেসব বাংলাদেশি শিক্ষার্থী আছেন, আমরা তাদের পূর্ণ দেখভাল করছি। বাংলাদেশ হয়তো তাদের নিরাপত্তার জন্য চীন থেকে অন্য শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে নিচ্ছে না। তবে তারা ফিরিয়ে নিতে চাইলে আমরা সব ধরনের সহায়তা করব। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. একে মোমেন বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় চীন ভালো করছে। বাংলাদেশের শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে তারা যথেষ্ট সহযোগিতা করেছে। সেখানে এখনও যেসব বাংলাদেশি শিক্ষার্থী রয়েছেন, তাদের সুচিকিৎসা নিশ্চিত করছে চীন সরকার। আমরা আমাদের বন্ধুত্বের নিদর্শনস্বরূপ কিছু চিকিৎসা সামগ্রী সেখানে পাঠাচ্ছি। আমি এটা ভেবে খুবই উৎফুল্ল, স্বাস্থ্য খাতে আমাদের ব্যাপক উন্নতি হয়েছে। আমাদের সক্ষমতা দিন দিন বাড়ছে।