চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরের পানিতে ডুবে ওয়াজিহা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার আধু বাপেরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার ওয়াহিদুল হক গনীর মেয়ে। শিশুর চাচা মো. ইউনুছ জানান, হাঁটতে গিয়ে সে পুকুরের পানিতে পড়ে যেতে পারে। পরিবারের সদস্যরা তাকে অনেক্ষণ ধরে খোঁজাখুঁজির পর ওয়াজিহাকে পানিতে ভাসতে দেখে। পরে স্থানীয়রা পুকুর থেকে তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা. জিহান ও ডা. সঞ্জয় বলেন, হাসপাতালে আনার আগেই শিশুর মৃত্যু হয়েছে।