আজকের পত্রিকাআপনি দেখছেন ১৯-০২-২০২০ তারিখে পত্রিকা

সাবেক মন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে মামলা

প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

আলোকিত ডেস্ক
| দেশ

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও সাবেক মন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের করা মানহানি মামলার প্রতিবাদে মঙ্গলবার বিভিন্ন স্থানে প্রতিবাদ-সমাবেশ হয়েছে। ব্যুরো ও প্রতিনিধিদের খবরÑ

রংপুর : রংপুরের শ্রমিক ইউনিয়ন মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে ইলিয়াস কাঞ্চনের কুশপুত্তলিকা দাহ করে। সমাবেশে বক্তব্য রাখেন রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ স¤পাদক এমএ মজিদ, জেলা ট্রাক, ট্যাঙ্কলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সহসভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।
দিনাজপুর : জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম রফিক ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বীর নেতৃত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। একই দাবিতে দিনাজপুর জেলা ট্রাক, ট্যাঙ্কলরি, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন মিছিল করে।
রাজবাড়ী : জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রকিবুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আবদুর রশিদ, ইসলাম মোল্লা প্রমুখ।
মেহেরপুর : জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনার নেতৃত্বে মিছিলের পর সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, সহসাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বকুল, সাইদুর রহমান প্রমুখ।
রাজৈর : মাদারীপুরের রাজৈর বাসস্ট্যান্ডে সমাবেশে বক্তব্য রাখেন শাহাবুদ্দিন শাহা, মাওলানা মাহবুবুর রাহমান, শামিম মাতুব্বর প্রমুখ।