আজকের পত্রিকাআপনি দেখছেন ১৯-০২-২০২০ তারিখে পত্রিকা

যশোরে বাল্যবিয়ের বিরুদ্ধে শপথ

যশোর প্রতিনিধি
| দেশ

যশোরে পাঁচ শতাধিক শিক্ষার্থী বাল্যবিয়ে না করা ও বাল্যবিয়ে বন্ধে শপথ নিয়েছেন। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার কাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এ শপথ নেয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামল কুমার গাইন শপথবাক্য পাঠ করান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক প্রশান্ত কুমার দে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামছুর রহমান, মিনারুল ইসলাম, জাহাঙ্গীর আলম, চিন্ময় বিশ্বাস, মনোয়ার হোসেন, মমতাজ পারভীন, রোজিনা খাতুন প্রমুখ।