রংপুর নগরীর মাহিগঞ্জ রেঞ্জ রিজার্ভ ফোর্স পুলিশ লাইন্স মাঠে সপ্তাহব্যাপী বঙ্গবন্ধু বইমেলার উদ্বোধনী রোববার রাতে অনুষ্ঠিত হয়। পুলিশ লাইন্সের কমান্ড্যান্ট এসপি মেহেদুল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য। উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি এটিএম মোজাহেদুল ইসলাম, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জালাল উদ্দিন আকতার, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।