আজকের পত্রিকাআপনি দেখছেন ১৯-০২-২০২০ তারিখে পত্রিকা

ঠাকুরগাঁও ভালুকা ও চাঁপাইনবাবগঞ্জে তিন লাশ উদ্ধার

সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধার স্ত্রী খুন

ষ আলোকিত ডেস্ক
| দেশ

সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এছাড়া ময়মনসিংহের ভালুকায় কলেজছাত্রী, ঠাকুরগাঁওয়ে গৃহবধূ ও চাঁপাইনবাবগঞ্জে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো খবরÑ

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ শহরে মুজিব সড়ক চৌরাস্তা মোড় এলাকায় রাশিদা খানম নাজু নামে বিধবাকে মঙ্গলবার গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ওই এলাকার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মরহুম তোজাজ্জেল হকের স্ত্রী ও সাবেক স্বাস্থ্য সহকারী কর্মকর্তা। এ ঘটনার পর তার বড় ছেলে স্বাস্থ্যকর্মী নাহিদ ইমরান লিয়ন পলাতক রয়েছেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের দুই পুত্রবধূ পিংকি ও তুলিকে আটক করেছে। 
সিরাজগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, রাশিদা খানম বড় ছেলে ও পুত্রবধূদ্বয়কে নিয়ে বসবাস করতেন এবং ছোট ছেলে নিশাদ ঢাকায় কর্মস্থলে থাকেন। সকালে বড় পুত্রবধূ পিংকি তার ছেলেকে নিয়ে স্কুলে যান। সাড়ে ৮টার দিকে বাসায় ফিরে দেখতে পান তার শাশুড়ি রাশিদা খানমকে নিজ ঘরে বিছানার ওপর গলা কেটে হত্যা করা হয়েছে। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেন। পুলিশ সুপার হাসিবুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ সুপার বলেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। 
ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও উপজেলার খালপাড়া গ্রামে মঙ্গলবার সাবেক স্বামী সাদ্দামের বাড়ির উত্তর পাশে আম গাছে নাজমার ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তালাক দেওয়ার তিন মাস পর মোবাইলে বাড়িতে ডেকে নিয়ে সাবেক স্বামী সাদ্দাম হোসেন ও তার পরিবারের স্বজনরা তাকে হত্যার অভিযোগ উঠেছে। নাজমা আক্তার বালিয়াডাঙ্গী উপজেলার গোয়ালকারী গ্রামের নাজমুল হকের মেয়ে। তদন্তকারী কর্মকর্তা এসআই শাকিলা বলেন, ঘটনার পর নাজমার সাবেক স্বামী সাদ্দাম পলাতক রয়েছেন। 
ভালুকা : ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা প্রমা আক্তার নামে এক কলেজছাত্রীর লাশ সোমবার রাতে উদ্ধার করেছে পুলিশ। প্রমা সাবেক বিজিপির সদস্য মজিবুর রহমানের বড় মেয়ে, তিনি ভালুকা ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। ভালুকা মডেল থানার ওসি মাইন উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রমা আক্তার আত্মহত্যা করেছেন। 
চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের একদিন পর মোসলেমা খাতুন রিমা নামে সাত বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সদর উপজেলার চরবাগডাঙ্গা গ্রামের একটি বাঁশবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, ধর্ষণের পর রিমাকে হত্যা করা হয়েছে। রিমা মানিক হাজিরটোলা গ্রামের রুহুল আমিনের মেয়ে।