আজকের পত্রিকাআপনি দেখছেন ২১-০২-২০২০ তারিখে পত্রিকা

আইকম বাংলাদেশ ন্যাশনাল কমিটির বার্ষিক সভা ও কর্মশালা

গাজী মুনছুর আজিজ
| নিত্যজীবন

এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের মিলনায়তনে ৮ ফেব্রুয়ারি বিকালে অনুষ্ঠিত হয় আইকম বাংলাদেশ ন্যাশনাল কমিটির বার্ষিক সভা ও জাদুঘরের ডেফিনিশন বা সংজ্ঞা বিষয়ে কর্মশালা। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সভাপতি প্রফেসর মাহফুজা খানম। গেস্ট অব অনার ছিলেন ভারতের আইকম ন্যাশনাল কমিটির চেয়ারপারসন রিনা দেওয়ান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। সভাপতিত্ব করেন আইকম বাংলাদেশ ন্যাশনাল কমিটির চেয়ারপারসন জাহাঙ্গীর হোসেন। স্বাগত বক্তব্য দেন আইকম বাংলাদেশ ন্যাশনাল কমিটির সেক্রেটারি প্রফেসর ড. সুফি মোস্তাফিজুর রহমান। সভায় ঢাকা বিশ^বিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয়, জাদুঘর বিশেষজ্ঞ ও ঢাকার বিভিন্ন জাদুঘরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রফেসর মাহফুজা খানম বলেন, জাদুঘরে ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষিত হয়। জাদুঘরে সংরক্ষিত ইতিহাসের মাধ্যমে মানুষ জানতে পারেন তাদের গৌরবময় অতীত। এর ফলে সুন্দর ভবিষ্যৎ গড়ার অনুপ্রেরণা পান তারা। আইকম ১৯৪৬ সালে প্রতিষ্ঠা লাভ করে বিভিন্ন চড়াই-উৎরাই পেরিয়ে জাদুঘর পেশাজীবীদের বিশ^ সংস্থা হিসেবে রূপ নিয়েছে। এর পরিধি ইউরোপ-আমেরিকা পেরিয়ে এশিয়ায়ও বিস্তৃতি লাভ করেছে। এশিয়ার সিওল (দক্ষিণ কোরিয়া) ও কিওটোতে (জাপান) দুটি ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে মানুষকে জাদুঘর সচেতন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।