আজকের পত্রিকাআপনি দেখছেন ২১-০২-২০২০ তারিখে পত্রিকা

অ্যাসাঞ্জকে ক্ষমার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প : আইনজীবী

আলোকিত ডেস্ক
| আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি শর্তের বিনিময়ে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে ক্ষমা করার প্রস্তাব দিয়েছিলেন। ট্রাম্প শর্ত দিয়েছিলেন, যদি অ্যাসাঞ্জ বলেন, ২০১৬ সালে উইকিলিকসের ফাঁস করা ডেমোক্র্যাটিক পার্টির ই-মেইলের বিষয়ে রাশিয়ার কোনো ভূমিকা ছিল না, তাহলেই তাকে ক্ষমা করা হবে। বুধবার লন্ডনের একটি আদালতে অ্যাসাঞ্জের মামলার শুনানিকালে তার পক্ষের আইনজীবী এ দাবি করেন।
অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে কি না, আগামী সপ্তাহে তা নিয়ে শুনানি শুরু হওয়ার কথা। ওই শুনানি পরিচালনা নিয়ে আইনজীবীরা আলোচনা করার সময় কারাগার থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে আদালতে যোগ দেন অ্যাসাঞ্জ। লন্ডনের ওয়েস্টমিনস্টার হাকিম আদালতে অ্যাসাঞ্জের ব্যারিস্টার অ্যাডওয়ার্ড ফিটজেরাল্ড বলেন, যুক্তরাষ্ট্রের সাবেক রিপাবলিকান প্রতিনিধি ডানা রোরাবাকার ২০১৭ সালে অ্যাসাঞ্জের সঙ্গে দেখা করেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমার প্রস্তাব দিয়ে তাকে অ্যাসাঞ্জের কাছে পাঠিয়েছিলেন। তবে ট্রাম্পের আইনজীবীর দাবি অস্বীকার করেছেন হোয়াইট হাউজের মুখপাত্র স্টেফানি গ্রিশাম। অ্যাসাঞ্জের আইনজীবী মিথ্যা কথা বলেছেন বলে মন্তব্য করেছেন গ্রিশাম। এছাড়া রোরাবাকারও দাবি করেছেন, তিনি ট্রাম্পের সঙ্গে অ্যাসাঞ্জের বিষয়ে কোনো কথা বলেননি।