আজকের পত্রিকাআপনি দেখছেন ২১-০২-২০২০ তারিখে পত্রিকা

তামিলনাড়ুতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৯

আলোকিত ডেস্ক
| আন্তর্জাতিক

ভারতের তামিলনাড়– রাজ্যে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। তামিলনাড়– পুলিশ জানিয়েছে, কোয়েম্বাটুরের জাতীয় সড়ক দিয়ে ৪৮ যাত্রী নিয়ে একটি বাস যাচ্ছিল। সেই সময়ই বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসছিল একটি ট্রাক। সেই ট্রাক থেকেই একটি বড় কনটেইনার গড়িয়ে পড়ে বাসটিকে মুখোমুখি ধাক্কা মারলে ওই দুর্ঘটনা ঘটে। এতে ১৯ বাসযাত্রী প্রাণ হারিয়েছেন। কেরালা সরকার পরিচালিত ভলভো বাসটি বেঙ্গালুরু থেকে এর্ণাকুলামের দিকে আসছিল। পুলিশ জানিয়েছে, নিহতের সংখ্যা বাড়তে পারে। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় পুলিশ ও উদ্ধারকারী দল। দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে যাত্রীদের উদ্ধার করে তারা। এনডিটিভি