জার্মানির হানাউ শহরের কেন্দ্রস্থলে শিশা বারে বন্দুক হামলার পর ঘটনাস্থল ঘিরে রাখে সশস্ত্র পুলিশ- ডেইলি মেইল
জার্মানির পশ্চিমাঞ্চলীয় হানাউ শহরে বন্দুকধারীর হামলায় ৯ জন নিহত হয়েছেন। পুলিশ বলেছে, এক সন্দেহভাজন উগ্র-ডানপন্থি জার্মান নাগরিক হানাউ শহরের দুটি শিশা বারে হামলা চালিয়েছেন। পরে নিজ বাড়িতে ওই বন্দুকধারীর লাশ পাওয়া যায়। হামলাকারী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেছেন, বর্ণবাদবিদ্বেষ থেকেই হানাউয়ের হামলা হয়েছে বলে সুস্পষ্ট আলামত মিলেছে। এদিকে সন্ত্রাসবাদী হামলা ধরে তদন্ত চালাচ্ছে জার্মান পুলিশ। হামলায় নিহতদের মধ্যে তুর্কি বংশোদ্ভূদ কয়েকজন জার্মান নাগরিক রয়েছেন। বুধবার স্থানীয় সময় রাত ১০টার দিকে হানাউ শহরের কেন্দ্রস্থলের একটি বারে এলোপাতাড়ি গুলি চালান বন্দুকধারী। প্রত্যক্ষদর্শীরা মুহুমুর্হু গুলি চালানোর শব্দ শুনেছেন বলে জানান। এরপর আরেকটি কালো রঙের গাড়িতে করে পালিয়ে শহরতলির আরেকটি বারে হামলা চালান ওই বন্দুকধারী। এ দুটি এলাকায়ই টহল দিচ্ছে পুলিশ। দুটি হামলায় ৯ জন প্রাণ হারান। এছাড়া আরও কয়েকজন আহত হন। পুলিশ জানিয়েছে, ৪৩ বছর বয়সি সন্দেহভাজন একজন জার্মান নাগরিক, তার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ছিল; তার গাড়িতে গুলি ও আগ্নেয়াস্ত্রের কয়েকটি ম্যাগাজিন পাওয়া গেছে। এ ঘটনার পর সন্দেহভাজনকে ধরতে ৭ ঘণ্টা ধরে অভিযান চালায় পুলিশ। হামলায় বেশ কয়েক বন্দুকধারী জড়িত ছিল বলে পুলিশ কর্মকর্তারা প্রথমে ভেবেছিলেন। পরে হামলাকারীকে তার বাড়িতে মৃত অবস্থায় পায় পুলিশ। এ সময় সেখানে হামলাকারীর মায়ের লাশও পড়েছিল। সম্প্রতি রাজধানী বার্লিনে কনসার্ট ভেন্যু টেমপোরধোমে তুর্কি কমেডি শো চলাকালে গুলিবর্ষণের আরেকটি ঘটনায় এক ব্যক্তি নিহত হন। বিবিসি