| খেলা
কাবাডি খেলার মানোন্নয়নে রেফারি, খেলোয়াড় ও কোচদের নিয়ে রিফেসার্স কোর্স হলো বৃহস্পতিবার; জাতীয় ক্রীড়া পরিষদে কাবাডি ফেডারেশনের দিনব্যাপী কোর্সে অংশ নিয়েছেন বিভিন্ন সার্ভিসেস সংস্থা, জেলা ও ক্লাবের ১০০ প্রতিনিধি; কোর্স পরিচালনা করেছেন কাবাডি ফেডারেশনের নবনিযুক্ত টেকনিক্যাল ডিরেক্টর ই প্রসাদ রাও, সহযোগী ছিলেন রেফারিজ কমিটির সম্পাদক মো. আবদুল হক।