জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করেছিল চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। তবে দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেল নবাগত পুলিশ এফসির কাছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার দুই দলের ম্যাচ শেষ হয়েছে ১-১ গোলে। তাতে ২ ম্যাচে ৪ পয়েন্ট বসুন্ধরার; হার দিয়ে লিগ শুরু করা পুলিশের ১।
গোলশূন্য প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণে এগিয়ে ছিল বসুন্ধরা। কিন্তু প্রতি-আক্রমণনির্ভর খেলা পুলিশই তৈরি করে বেশি সুযোগ, কিন্তু গোল পায়নি। ১৫ মিনিটে বুলগেরিয়ান লাসকভ অ্যান্তোনিওর ফ্রিকিক গোলকিপার আনিসুর রহমান জিকো ফিষ্ট করে ফেরান। ২ মিনিট পর রিভেইরা সিডনির শট ক্রসবারের ওপর দিয়ে যায়। ৩৫ মিনিটে জটলার ভেতর থেকে বসুন্ধরার নিকোলাস দেলমন্তের ব্যাক হিল এক ডিফেন্ডারের পায়ে লেগে ফিরে। একটু পর পুলিশের সিডনির শট পোস্টের বাইরে দিয়ে যায়। ৫৬ মিনিটে গোছালো আক্রমণ থেকে এগিয়ে যায় উত্তর বারিধারাকে হারিয়ে লিগ শুরু করা বসুন্ধরা। বাঁদিক থেকে বিশ্বকাপার ড্যানিয়েল কলিন্দ্রেসে বাড়ানো বলে দেলমন্তের শট ফেরান গোলরক্ষক, পুরোপুরি বিপদমুক্ত করতে পারেনি। ফিরতি শটে জাল খুঁজে নেন তৌহিদুল আলম সবুজ। এগিয়ে যাওয়ার পর বসুন্ধরার আক্রমণে ধার বাড়ে। নুরুল নাইম ফয়সালের জোরালো শট ফিস্ট করে ফেরান সাইফুল ইসলাম খান। ৬৫তম মিনিটে সোলেররা পাস নিয়ন্ত্রণে নিয়ে তাজিকিস্তানের আখতাম নাজারভের শট পোস্টের বাইরে দিয়ে যায়। তিন মিনিট পর সোলেরার কাছের পোস্টে নেওয়া শট ফিস্ট করে ফেরান সাইফুল। ফয়সালের আত্মঘাতী গোলে ৭২তম মিনিটে সমতায় ফেরে পুলিশ। বাঁদিক দিয়ে আক্রমণে ওঠা বদলি ফরোয়ার্ড এমএ বাবলুর কোনাকুনি শটে দূরের পোস্টে লেগে ফেরার পর সামনে থাকায় ফয়সালের গায়ে লেগে জালে জড়ায়। একটু পর সিডনির শট ফিস্ট করে ফেরান জিকো।