ঢাকার সাভারে একটি তৈরি পোশাক কারখানার প্রায় ৩ হাজার শ্রমিক বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন। সিংগাইর-হেমায়েতপুর শাখা সড়ক অবরোধ করে বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ করেন রাকিফ অ্যাপারেলস ওয়াশিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজের পোশাক শ্রমিকরা। শ্রমিকরা জানান, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি চলে এলেও তারা এখনও জানুয়ারি মাসের বেতন পাননি। কারখানা কর্তৃপক্ষে বৃহস্পতিবার বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সকালে কাজে যোগদান করার পর জানতে পারেন, মালিকপক্ষ বকেয়া বেতন পরিশোধ না করতে অপারগতা প্রকাশ করে নোটিশ টানিয়ে দেয়।