আজকের পত্রিকাআপনি দেখছেন ২১-০২-২০২০ তারিখে পত্রিকা

চমেক হাসপাতালে কার্ডিওলজি ক্যাথল্যাব উদ্বোধন

চট্টগ্রাম ব্যুরো
| নগর মহানগর

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কার্ডিওলজি ক্যাথল্যাবের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কার্ডিওলজি বিভাগে ফলক উন্মোচন করে কার্ডিওলজি ক্যাথল্যাব-১ ও ২ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ ক্যাথল্যাব উদ্বোধনের ফলে বৃহত্তর চট্টগ্রামের মানুষ হৃরোগের চিকিৎসা সুবিধা পাবেন। এ চিকিৎসা সুবিধার মধ্যে থাকছে এনজিওগ্রাম, এনজিও প্লাস্টিক (রিং পরানো), স্থায়ী ও অস্থায়ী পেশমেকার স্থাপন। এ উপলক্ষে কার্ডিওলজি বিভাগ কনফারেন্স হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাছির উদ্দীন বলেন, শহরমুখী জনতার চাপ নগরে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তেমনি বৃহত্তর চট্টগ্রামের এ হাসপাতালে রোগীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায় চমেক হাসপাতালকে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।